জামালপুরিয়ানে আপনাকে স্বাগতম প্রিয় পাঠক বন্ধু |

এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ হলেন জামালপুরের আতিক মোরশেদ

এশিয়ান কারাতে ফেডারেশনের ‘এ’ ক্যাটাগরির জাজ হলেন বাংলাদেশের দুজন। তারা হলেন জামালপুরের আতিক মোরশেদ ও চট্টগ্রামের তীর্থ তালুকদার। খবর বাংলারচিঠিডটকমের

কাতায় লাইসেন্স আপগ্রেড পরীক্ষায় উত্তীর্ণের সনদ নেন জামালপুরের আতিক মোরশেদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩-২৫ আগস্ট ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয় ২২তম এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব-২১ কারাতে প্রতিযোগিতার আসর। এ প্রতিযোগিতা উপলক্ষে এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারি লাইসেন্স আপগ্রেডেশন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় এশিয়ার ২৮টি দেশের ১২৯ জন জাজ ও রেফারি অংশ নেন। বাংলাদেশ থেকে কুমিতে জাজ হিসেবে চারজন পরীক্ষায় অংশ নিয়ে দু’জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে একজন জামালপুরের আতিক মোরশেদ এবং অপরজন চট্টগ্রামের তীর্থ তালুকদার। এছাড়াও কুমিতের ‘এ’ ক্যাটাগরির লাইসেন্সধারী জাজ চট্টগ্রামের শরীফ জাদা কাওসার এবার কাতায় লাইসেন্স আপগ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের লিস্টেড প্রতিযোগিতাসমূহ কোয়ালিফাইড জাজ এবং রেফারি ছাড়া পরিচালনা করার সুযোগ থাকে না। এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে কারাতেতে আরও একধাপ এগিয়ে গেল।

আতিক মোরশেদ এ প্রতিবেদককে বলেন, ক্রীড়া হিসেবে কারাতে আন্তর্জাতিক অঙ্গনে খুবই জনপ্রিয় এবং প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশের কারাতে ইভেন্টটির আরও ভালো অর্জনের জন্য কোয়ালিফাইড খেলোয়াড় এবং জাজ রেফারি তৈরিতে গুরুত্ব দেওয়া উচিত। আমার এই ফলাফল এবং অভিজ্ঞতা দেশের কারাতের উন্নয়নে কাজে লাগাতে চাই।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সেন্টু এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশের কারাতে জাজরা এ গ্রেডে উন্নীত হয়েছে। যা আমাদের একটি বড় অর্জন। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো এবং আমাদের খেলোয়াড় ও জাজ, রেফারিদের মান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে কাজ করে যাবো।

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال