শিশুরা ইফতার করছে |
শিশুদের
সাথে ইফতারে অংশ নেন আমরা কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সহসভাপতি শিশুসাংবাদিক শামীম মাহমুদ, উপদেষ্টামন্ডলীর
সদস্য
নূর
আলম
খান
সুজন,
মহসীন
কাকন,
কমল
হাসান,
সাধারণ
সম্পাদক
মেহেদী
হাসান
শিশির,
শিশুকল্যাণ
সম্পাদক
সুমাইয়া
সুমি,
শিক্ষা
ও
গবেষণা
বিষয়ক
সম্পাদক
জিনইয়া
ইয়াসমিন
জেসি,
আমরা
কিশোরের
সরাকারি
আশেক মাহমুদ
কলেজ
প্রতিনিধি
মোহাম্মদ
নাহিয়ান,
সদস্য
সজিব
খান,
রায়হান
হোসেন,
হেদায়েতুল
ইসলাম
এবং
অপরাজেয়
বাংলাদেশের
ব্যবস্থাপক
আশরাফুল
ইসলাম।
সংক্ষিপ্ত
বক্তব্যে
আমরা
কিশোরের
সহসভাপতি
শামীম
মাহমুদ
বলেন,
শিশুদের
মধ্যে
বৃহৎ
একটি
অংশ
প্রত্যক্ষ
ও পরোক্ষভাবে
অবহেলিত। আজকের অবুঝ শিশুটিই
আগামীর সমাজকে নেতৃত্ব দিবে
। তার হাত
ধরেই দেশ ও জাতি
এগিয়ে যাবে সমৃদ্ধি আর
উন্নয়নের নতুন দ্বারপ্রান্তে ।
সেইসব
অবহেলিত
শিশুদের
পেছনে
ফেলে
দেশ
কখনো
এগুতে
পারে
না। তাই এখনই সমাজকে তাদের নিয়ে ভাবতে হবে। ওদের জন্য কিছু করতে হবে। যেন আর একটি প্রাণও ঝরে না যায়।
শিশুদের সাথে খেলাধুলা করছে আমরা কিশোরের সদস্যরা। |
জামালপুরে
আমরা
কিশোর
সংগঠনটি
তিনবছর
ধরে
কাজ
করে
আসছে। এর পরিচালনার দায়িত্বে রয়েছে আঠারো বছরের কম বয়সী শিশুরা।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!