১. জামালপুরিয়ান- অন্তরে জামালপুর।
২. পুরনো লেখক, নতুন লেখক, পাঠক, আলোচক, সমালোচক, ভাবুক, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, কৃষক, শিক্ষার্থী--যে কেউই লেখা পাঠাতে পারেন।
৩. মৌলিক গল্প, কবিতা, ধারাবাহিক উপন্যাস, অনুবাদ গল্প, গল্প বিষয়ক আলোচনা, প্রবন্ধ, বই পরিচিতি, সাক্ষাৎকার, সমালোচনা, আত্মজীবনী, স্মৃতিকথা বা কথাসাহিত্যের যে কোনো শাখায়ই লেখা দিতে পারেন। এছাড়া শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৃতি ও জীবন, খেলা, বিনোদন, ভ্রমণ, দর্শনীয় স্থান, গ্রন্থাগারসহ নারী ও শিশু উন্নয়ন নিয়ে লেখা পাঠাতে পারেন।
৪. লেখা অভ্র বা ইউনিকোডে টাইপ করে টেক্সট কপি দেবেন। বিজয় ফন্টেও দিতে পারেন।
৫. নিজের লেখাই দেবেন।
৬. লেখার জন্য কোনো শব্দসংখ্যা নির্দিষ্ট নেই।
৭. আলোচনা বা প্রবন্ধজাতীয় (ফিচার বা আর্টিকেল) লেখার ক্ষেত্রে সূত্র উল্লেখ করে দেবেন।
৮. লেখা মনোনয়নের ক্ষমতা জামালপুরিয়ান কর্তৃপক্ষের। অমনোনয়নের কারণ ব্যাখ্যা করতে জামালপুরিয়ান বাধ্য নয়।
৯. লেখার সঙ্গে অবশ্যই অতি সংক্ষিপ্ত পরিচিতি দেবেন।
লেখক পরিচিত
নাম
জন্মস্থান
বর্তমান আবাসস্থল
পেশা
প্রকাশিত গ্রন্থতালিকা (যদি থাকে)
প্রাপ্ত পুরস্কার (যদি থাকে)
নিজের ওয়েব পেজ বা ব্লগ থাকলে লিঙ্ক দিন
ইমেইল-ঠিকানা দিবেন
ফোন নম্বর (না দিতে চাইলে দরকার নেই)
(কোনো তথ্য প্রকাশের ইচ্ছে না থাকলে জানাবেন)
১০. লেখার দায় লেখকের
১১. পূর্ব প্রকাশিত লেখা জামালপুরিয়ানে ও জামালপুরিয়ানে প্রকাশিত লেখা অন্যত্রও প্রকাশ করতে পারেন।
১২. লেখা প্রকাশিত হলে তার লিঙ্ক ইন্টারনেটে বা সোশাল মিডিয়ায় শেয়ার করুন।
লেখা পাঠাবার ইমেইল ঠিকানা--
jamalpurian@gmail.com
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!