বাংলারচিঠি ডটকম॥
অনূর্ধ্ব-১৬ রুন্টি-রূপম ক্রিকেট সিরিজের আজ রোববারের খেলায় ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাব ২ উইকেটে পরাজিত করেছে জামালপুর ক্রিকেট একাডেমি দলকে। জামালপুর জিলা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আজকের খেলায় টসে জিতে জামালপুর ক্রিকেট একাডেমি দলের অধিনায়ক সৌম্য দ্বীপ বসু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ৩৫ ওভারে খেলায় সবগুলো উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৩৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে শুভ। আনিক ও অর্ক পেয়েছে চারটি করে উইকেট।
জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক প্রিতমের দল ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা ২৪ ওভারের মাথায় ৮ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা জয় লাভ করে দুই উইকেটে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে রাহাত এবং রিফাত ও রানা দুটি করে ইউকেট লাভ করে।
আজকের খেলায় সেরা ক্রিকেটার হয়েছে বিজয়ী দলের রাহাত। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল মমিন ও নাইমুর রহমান সাকিব ।
সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর : ৩৫ ওভারে ১৩৩/১০ (শুভ ২৯, রাব্বি ২০, অর্ক ১১, রিফাত ২/১১, রানা ২/২৩)
ময়মনসিংহ : ২৪ ওভারে ১৩৪/৮ (রাহাত ৩২, প্রিতম ২৬, আশিক ১৪, আনিক ৪/৩২, অর্ক ৪/৩৭)
ফলাফল : ময়মনসিংহ ২ উইকেটে জয়ী।
সেরা ক্রিকেটার : বিজয়ী দলের রাহাত।
শনিবার একই মাঠে অনুষ্ঠিত এই দুই দলের প্রথম খেলায় জামালপুর ক্রিকেট একাডেমি দল (১৪৯/৫) ৫২ রানের ব্যবধানে পরাজিত করে ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে (৯৭/১০)।
অনূর্ধ্ব-১৬ রুন্টি-রূপম ক্রিকেট সিরিজের আজ রোববারের খেলায় ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাব ২ উইকেটে পরাজিত করেছে জামালপুর ক্রিকেট একাডেমি দলকে। জামালপুর জিলা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আজকের খেলায় টসে জিতে জামালপুর ক্রিকেট একাডেমি দলের অধিনায়ক সৌম্য দ্বীপ বসু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ৩৫ ওভারে খেলায় সবগুলো উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৩৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে শুভ। আনিক ও অর্ক পেয়েছে চারটি করে উইকেট।
জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক প্রিতমের দল ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা ২৪ ওভারের মাথায় ৮ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা জয় লাভ করে দুই উইকেটে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে রাহাত এবং রিফাত ও রানা দুটি করে ইউকেট লাভ করে।
আজকের খেলায় সেরা ক্রিকেটার হয়েছে বিজয়ী দলের রাহাত। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল মমিন ও নাইমুর রহমান সাকিব ।
সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর : ৩৫ ওভারে ১৩৩/১০ (শুভ ২৯, রাব্বি ২০, অর্ক ১১, রিফাত ২/১১, রানা ২/২৩)
ময়মনসিংহ : ২৪ ওভারে ১৩৪/৮ (রাহাত ৩২, প্রিতম ২৬, আশিক ১৪, আনিক ৪/৩২, অর্ক ৪/৩৭)
ফলাফল : ময়মনসিংহ ২ উইকেটে জয়ী।
সেরা ক্রিকেটার : বিজয়ী দলের রাহাত।
শনিবার একই মাঠে অনুষ্ঠিত এই দুই দলের প্রথম খেলায় জামালপুর ক্রিকেট একাডেমি দল (১৪৯/৫) ৫২ রানের ব্যবধানে পরাজিত করে ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে (৯৭/১০)।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!