আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

দুর্লভ তথ্য ও ছবিতে আলোকিত জামালপুর


জামালপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, গুণিজন, বিখ্যাত ব্যাক্তি, খ্যাতিমান, স্মরনীয় ও বরনীয় বেশকিছু মানুষের আলোকচিত্র, জীবনী, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের অবদানের খবর সম্বলিত একটি ফেসবুক পেজের নাম ‘আলোকিত জামালপুর’। 

আলোকিত জামালপুর পেজটির সকল তথ্য ও ছবিসমূহ বিভিন্ন পত্রপত্রিকা, বই, ম্যাগাজিন, বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহ, ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ, ব্যবহারকারীর আইডি এবং বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়। সবই তথ্যসূত্র উল্লেখ করে পোস্ট করা হয়।
জামালপুর জেলার সরকারি জাহেদা শফির মহিলা কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনের সেই ঐতিহাসিক মূহুর্তের ছবি। এমনই অনেক ছবি আপনারা খুঁজে পাবেন আলোকিত জামালপুর পেজটিতে।

বর্তমান এবং ভবিষ্যত প্রজন্ম যাতে জামালপুরের কৃতিসন্তান, গুণিজন, বরেণ্য মানুষগুলো সম্পর্কে জানতে এবং জানাতে পারে সে উদ্দেশ্যেই এ পেজটির কার্যক্রম। পেজটিতে অতীতের পাশাপাশি বর্তমানের স্বনামধন্য, সুপরিচিত, স্ব-স্ব ক্ষেত্রে সাফল্যমণ্ডিত ব্যক্তিদের আলোকচিত্র ও তথ্য পরিবেশন করা হয়। আলোকিত জামালপুর সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ একটি পেজ।এটি জামালপুরবাসীর সবার জন্য উন্মুক্ত। 

আলোকিত জামালপুর পেজের লিংক: facebook.com/alokitojamalpurbd

ফিচার ইমেই সূত্র: আলোকিত জামালপুরের কভার ফটো
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال