আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

পল্লী মঙ্গল কর্মসূচির (pmk) উদ্যোগে বেলটিয়ায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

লিখেছেন : মাহমুদুল হাসান মুক্তা |

জামালপুর পল্লী মঙ্গল কর্মসূচি জেলা শাখার উদ্যোগে ২৫ সেপ্টেম্বর সোমবার সকালে অসহায় দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের বেলটিয়ায় সংস্থাটির কার্যালয়ে এই ত্রাণ বিতরণের আয়োজন করা হয়।

জানা গেছে, স্থানীয় ২০৪টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তাদের প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, চার কেজি আটা, এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ ও এক কেজি করে মসুরের ডাল দেওয়া হয়। জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সুরুজ্জামান অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে এ কর্মর্সূচির উদ্বোধন করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পল্লী মঙ্গল কর্মসূচির সহকারী পরিচালক মো. এনায়েত করিম, উপ-কর্মসূচি ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন, বিএম মো. আক্তারুজ্জান ও মো. শাহ আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংস্থাটির সহকারী পরিচালক মো. এনায়েত করিম বলেন, সারা বাংলাদেশে পল্লী মঙ্গল কর্মসূচির কর্ম এলাকার বিভিন্ন স্থানে ২৩ সেপ্টেম্বর থেকে ত্রাণ বিতরণ শুরু করা হয়। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এ ত্রাণ কার্যক্রম চলবে। আগামীতে আমাদের এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
search tag: Jamalpur news, news Jamalpur, jamalpurbarta, jamalpur online, online new, Jamalpur district, dc jamalpur, jamalpur portal, bdnews24, pmk, ngo, জামালপুরের খবর, জামালপুর খবর, জামালপুর বার্তা, জামালপুর জেলা, জামালপুর পোর্টাল, ডিসি জামালপুর, খবর, 
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال