জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ৩ নভেম্বর জামালপুর সফরে আসছেন। জাতীয় পার্টির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর বাংলারচিঠি ডটকমের।
জানা গেছে, আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জাতীয় পার্টির লাঙল প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ৩ নভেম্বর জামালপুর-২ (ইসলামপুর) আসনে সফরে আসছেন।
ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা আল মাহমুদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ওইদিন ঢাকা থেকে হেলিকপ্টারে বেলা পৌনে তিনটায় ইসলামপুর উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয়-কলেজ মাঠে অবতরণ করবেন। তিনি সেখানে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন। ওইদিনই তিনি ঢাকায় ফিরে যাবেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!