চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ। ছবি : জামালপুরিয়ান |
ক্রীড়া প্রতিদেক : জামালপুরে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় দল। ১০ ফেব্রুয়ারি জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ খেলায় তারা জামালপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।
বৃষ্টির কারণে মাঠ অনুপোযোগী থাকায় প্রতিযোগিতার ফাইনাল খেলাটি মধ্যাহ্ন সময় বেলা ১২টায় ২৫ ওভারে নির্ধারণ করেন আম্পায়ার রিয়াদ মির ও আব্দুল মমিন। টসে জিতে সরিষাবাড়ীর অধিনায়ক শাহেদ আলী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২৫ ওভারে তার দল ১৪৭ রান সংগ্রহ করে। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে জামালপুর উচ্চ বিদ্যালয় ২১ ওভার ৫ বলে মাত্র ৮০ রানে গুটিয়ে যায়। ফলে সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় ৬৭ রানের বিশাল জয় লাভ করে। বিজয়ী দলের অধিনায়ক শাহেদ আলী সর্বোচ্চ ৩৫ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়ার গৌরব অর্জন করে।
রানারআপ ট্রফি বিতরণ। ছবি : জামালপুরিয়ান |
ম্যাচ সেরা পুরস্কার বিতরণ। ছবি :জামালপুরিয়ান |
দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের হস্তক্ষেপে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রাইম ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক আশরাফুস সালেহীন আরজু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক জামালপুর শাখার রিলেশনশিপ ব্যবস্থাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আরিফুল হক সোহাগ পাপ্পু প্রমুখ। ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে সমাপনী দিন পর্যন্ত এ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করেন বিসিবির জামালপুর জেলা ক্রিকেট ডেভেলপমেন্ট প্রশিক্ষক মো. মিজানুর রহমান মিজু।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!