আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

সরিষাবাড়ীতে স্কুলছাত্রী উত্যক্তকারী তানিন গ্রেপ্তার


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী ছোঁয়া সাহা অন্তরার আত্মহত্যার প্ররোচণা মামলার প্রধান আসামি উত্যক্তকারী তৌহিদুর রহমান তালুকদার ওরফে তানিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার ভোরে সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরিষাবাড়ী থানা সূত্রে জানা গেছে, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে ২৪ এপ্রিল দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। ২৫ এপ্রিল ভোর সোয়া ৬টার দিকে মামলাটির প্রধান আসামি তানিনকে পৌরসভার মূলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তানিন পৌরসভার মূলবাড়ি এলাকার মো. মতিউর রহমান তালুকদারের ছেলে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ‘মামলাটির প্রধান আসামি তানিনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লেখ যে, সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি এলাকার তানিন দীর্ঘ দিন ধরে অন্তরাকে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ ২০ এপ্রিল তাকে রাস্তায় পথরোধ করে মুখচেপে ধরে সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয় তানিন। ২২ এপ্রিল রাতে নিজ বাড়িতে ওই ছাত্রী আত্মহত্যা করে। সে স্থানীয় সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। মেয়েকে উত্যক্ত করা ও সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে অন্তরার বাবা নারায়ণচন্দ্র সাহা বাদী হয়ে তানিনসহ সাতজনকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال