আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরের শহীদ জিয়াউর রহমান কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রম, ফেসবুক পাতায় পাঠের ভিডিও

কভিড-১৯ এবং পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় জামালপুরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষা পরিবার উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ) শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীদের পাঠে সংযুক্ত রাখতে কলেজের ফেসবুক পাতায় পাঠের ভিডিও নিয়মিত আপলোড করা হচ্ছে। 

১৪ জুলাই প্রভাষক মো. রাফি-উদ-দৌলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পাঠ দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ফেসবুক পাতার নাম হচ্ছে- Ziaur Rahman degree college jamalpur। যার লিংক https://www.facebook.com/Ziaur-Rahman-degree-college-jamalpur-598772560225913 

প্রভাষক মো. রাফি-উদ-দৌলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পাঠ :  

ফেসবুক পাতার একটি কমেন্টের উত্তর থেকে জানা যায়, প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস হবে। 

সেমতে ফেসবুক পাতায় দেখা যায়, ১৪ জুলাই এর পর ১৬ জুলাই একটি পাঠের ভিডিও। এবং পরের সপ্তাহে ১৯ জুলাই ও ২১ জুলাই একটি করে ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক মো. রাফি-উদ-দৌলা তার পাঠের ভিডিও শেয়ার করে জানান, কভিড-১৯ এবং পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলমান রাখতে পাঠের ভিডিও নিয়মিত আপলোড করা হচ্ছে এবং যা চলমান থাকবে ।

তিনি ছাত্র-ছাত্রীদের পাঠ সংশ্লিষ্ট প্রশ্ন/মতামত সংশ্লিষ্ট শিক্ষকের ইনবক্সে পাঠাতে অনুরোধ করেছেন। সেই সাথে সবাইকে ক্লাস দেখা, সহপাঠীদের জানিয়ে দেওয়া এবং শেয়ার করতেও বলেছেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال