তোমার নিমন্ত্রণ,
যদি বলো ভালবাসা আমি
করবো বিসর্জন।
যদি বলো সবকিছু ছেড়ে
ধরতে প্রাণ বাজি,
শুধু তোমার জন্য আমি
পৃথিবী ছাড়তেও রাজি।
যখন তোমার জন্য
সিক্ত নয়নে কাটে রজনি,
তোমার ভালবাসার শূন্যতা
অনুভব করি সজনি।
বেদনার স্মৃতিতে ভেসে যায়
দু'চোখের পাতা,
যে স্মৃতি লিখতে গেলে শেষ
হয়ে যায় কাগজের খাতা।
আমি ভাবি সখি
তুমি যে আমার,
এখনো বুঝি না সখি
আসলে তুমি কার?
কবি : জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, জামালপুর সদর সার্কেল, জামালপুর।
Search Tag : Poem, Younus Ali Mia, কবিতা, জামালপুর, সাহিত্য
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!