জামালপুর থেকে জনদ্বীপ নামে আরেকটি নতুন অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হতে যাচ্ছে। অনলাইন নিউজ পোর্টালটির নকশা ও উন্নয়ন কাজ চলছে। শীঘ্রই পরীক্ষামূলক প্রচারে আসবে পোর্টালটি। জনদ্বীপের সম্পাদক সৈয়দ শওকত জামান তার ফেসবুক পাতায় সোমবার রাতে এ তথ্য জানিয়ে একটি স্ট্যাটাস দেন।
সৈয়দ শওকত জামান ফেসবুকের স্ট্যাটাসে লিখেন, না বলা কথাই আমরা বলতে চাই, আমরা যা দেখবো তাই লিখবো, তুলে আনতে চাই খবরের পেছনের খবর। একঝাঁক তরুণ সংবাদকর্মী নিয়ে জনদ্বীপের পথচলার প্রত্যয়।
তিনি আরও লিখেছেন, সত্য ও বস্তুনিষ্ঠতাই আমাদের প্রাণশক্তি। সময়ের স্রোতে গাঁ ভাসানো নয়, ভিন্নধারার একটি পুর্নাঙ্গ অনলাইন পত্রিকা নিয়ে আমরা আসছি। পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়ার অঙ্গিকার জনদ্বীপের।
পত্রিকাটির সম্পাদক তার পাঠক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে লিখেন, এ পোর্টালের খবরওয়ালাদের অনুসন্ধানী চোখ ঘুরে বেড়াবে সর্বত্র। আমরা দেখাবো আগামীর স্বপ্ন। আপনারা পাশে থাকলে এগিয়ে যেতে চাই বহুদুর। আমাদের দিগন্ত জয়ের অভিযাত্রায় আপনিও সঙ্গী হোন।
সম্পাদকের স্ট্যাটাসের কমেন্টে জানা যায়, নিউজ পোর্টালটির নকশা ও উন্নয়নের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সফটওয়্যার ভ্যালিকে।
সফটওয়্যার ভ্যালি জামালপুরের প্রথম সফটওয়্যার কোম্পানি। তারা সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ই-কমার্স নকশা ও উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, আইটি সাপোর্টসহ ডোমেইন ও হোস্টিং সেবা দিয়ে থাকে। তবে তাদের সবচেয়ে উল্লেখযোগ্য সফটওয়ার হচ্ছে স্কুল ৩৬০ ডিগ্রি। এতে সরকারি নোটিশ অনুসরণ করে স্কুলের পুর্ণ ডাইনামিক ওয়েবসাইট ও সফটওয়্যার সেবা দেওয়া হয়।
সফটওয়্যার ভ্যালি জামালপুরের প্রথম সফটওয়্যার কোম্পানি। তারা সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ই-কমার্স নকশা ও উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, আইটি সাপোর্টসহ ডোমেইন ও হোস্টিং সেবা দিয়ে থাকে। তবে তাদের সবচেয়ে উল্লেখযোগ্য সফটওয়ার হচ্ছে স্কুল ৩৬০ ডিগ্রি। এতে সরকারি নোটিশ অনুসরণ করে স্কুলের পুর্ণ ডাইনামিক ওয়েবসাইট ও সফটওয়্যার সেবা দেওয়া হয়।
জানা যায়, জনদ্বীপ সাপ্তাহিক হিসেবে কাগজে বের হওয়া একটি পত্রিকা। সাপ্তাহিক জনদ্বীপ এর প্রতিষ্ঠাতা সম্পাদক সৈয়দ শামীম জামান। তিনি বর্তমানে লন্ডন প্রবাসী। তিনি পত্রিকাটির সবকিছু তার ছোট ভাই সৈয়দ শওকত জামানকে হস্তান্তর করে দেন। সাপ্তাহিক জনদ্বীপ কাগজে প্রকাশনা দীর্ঘদিন বন্ধ আছে। কাগজে এটি বের করারও প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রযুক্তির ছোঁয়া লেগেছে আজ সর্বত্র। দেশজুড়ে বিস্তৃতি লাভ করেছে দ্রুতগতির ইন্টারনেট। আজকের সংবাদ জানতে আগামীকালের সংবাদপত্রের জন্য অপেক্ষা করার সময় নেই। যখনই ঘটনা তখনই সংবাদ। দ্রুত এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। আশা করি জনদ্বীপ অনলাইন পোর্টালও দ্রুত যখনই ঘটনা তখনই সংবাদ পরিবেশন করে পাঠকের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিবে।
সবার জন্য ভালোবাসা। সবার জীবন পাইয়ের মতো সুন্দর হোক।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!