আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

সফটওয়্যার ভ্যালির স্কুল ৩৬০ ডিগ্রি ২.০.০ সংস্করণ অবমুক্ত


জামালপুরের সফটওয়্যার প্রতিষ্ঠান সফটওয়্যার ভ্যালি বিদ্যালয় ব্যবস্থাপনার সফটওয়্যার ‘স্কুল ৩৬০ ডিগ্রি’ এর ২.০.০ সংস্করণ অবমুক্ত করেছে। সফটওয়্যারটির নতুন সংস্করণ শনিবার রাতে অবমুক্ত করা হয়। সফটওয়্যারটি এখন সম্পূর্ণ রেসপনসিভ অ্যাপ্লিকেশন অর্থাৎ যেকোনো ডিভাইসবান্ধব। সেই সাথে সফটওয়্যারটির অ্যান্ড্রয়েড সংস্করণও ছাড়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্কুল ৩৬০ ডিগ্রি একটি ওয়েবসাইট ইন্ট্রিগ্রেটেড সফটওয়্যার। এটি দিয়ে বিদ্যালয়ের যাবতীয় তথ্য হালনাগাদ ও ব্যবস্থাপনা খুব সহজেই করা যায়। এর মধ্যে রয়েছে ওয়েবসাইটে বিভিন্ন নোটিসসহ কন্টেন্ট হালনাগাদ, শিক্ষকদের তথ্য হালনাগাদ ও ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের তথ্যের মধ্যে ভর্তি ও শ্রেণি অনুযায়ী তথ্য, সিলেবাস, পরীক্ষার রুটিন, এডমিট কার্ড, পরীক্ষার ফলাফল ব্যবস্থাপনাসহ বিদ্যালয়ের হিসাব, এসএমএস সুবিধা। ভর্তি ব্যবস্থাপনাটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে।

স্কুল ৩৬০ ডিগ্রি দিয়ে তৈরি একটি বিদ্যালয়ের ওয়েবসাইটের স্ক্রিনশুট।
অন্যান্য সফটওয়্যার প্রতিষ্ঠানের সেবায় ওয়েবসাইট ও তথ্য ব্যবস্থাপনার সফটওয়্যার আলাদা আলাদা থাকে। ফলে দুই জায়গায় তথ্য দিতে হয়। এতে অনেক সময় ভুগান্তি, অর্থ ও সময় অপচয় হয়। আর স্কুল ৩৬০ ডিগ্রি সরাসরি ওয়েবসাইটের সাথে যুক্ত থাকে। ফলে এক জায়গা থেকেই যাবতীয় তথ্য ব্যবস্থাপনা করা যায়। এর ব্যবস্থাপনা খরচও অন্যান্যদের তুলনায় খুবই কম। ডাটা আপলোড করাও খুব সহজ। এক্সেল ফাইল আপলোড করেও ডাটা দেওয়া যায়।

সফটওয়্যার ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাজ্জাদুর রহমান সম্রাট বলেন, আমাদের লক্ষ্য জামালপুরের সকল বিদ্যালয় যেন অল্প খরচে তাদের বিদ্যালয়কে ডিজিটাল রূপ দিতে পারে। সেই লক্ষ্যেই আমরা ২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সফটওয়্যার ভ্যালি প্রতিষ্ঠানটি জামালপুরের, কাজেই বিদ্যালয়গুলো আমাদের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবে। আমরা ইতিমধ্যে যেসব প্রতিষ্ঠানের কাজ করেছি তারা খুবই সন্তুষ্ট এবং তাদের ফিডব্যাকও ভালো। আর আমরা খুব শীঘ্রই এই সফটওয়্যারটি নিয়ে সারা বাংলাদেশে কাজ করতে যাচ্ছি। এছাড়াও জামালপুরে একটি অত্যাধুনিক আইটি ক্যারিয়ার সেন্টার করার পরিকল্পনা করেছে সফটওয়্যার ভ্যালি। আর এটি খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এতে আমাদের জামালপুরের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা সাবলম্বী হতে পারবে।

তিনি আরও জানান, সফটওয়্যার ভ্যালি প্রশাসনের সাথেও কিছু কাজ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ই-নকশীকাঁথা (www.e-nakshikantha.com.bd)। এটি একটি ই-কমার্স সাইট যেটা দিয়ে জামালপুরের ব্র্যান্ড নকশীকাঁথাসহ হস্তশীল্পের পণ্য বেচা-কেনা করা যায়। জামালপুর জেলা প্রশাসন এটি বাস্তবায়ন করেছে এবং পরিচালনা করে যাচ্ছে। এছাড়া সফটওয়্যার ভ্যালি বাংলারচিঠি ডটকম নিউজ পোর্টালের প্রযুক্তি সেবা দিচ্ছে এবং সম্প্রতি জনদ্বীপ নামে একটি অনলাইন পত্রিকার নকশা ও উন্নয়নের কাজ হাতে নিয়েছে। খুব শিগগির এটির পরীক্ষামূলক সংস্করণ ছাড়া হবে। তিনি আরও জানান, সফটওয়্যার ভ্যালি জামালপুরের প্রথম একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি স্বল্প খরচে সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ই-কমার্স নকশা ও উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, আইটি সাপোর্টসহ ডোমেইন ও হোস্টিং সেবা দিয়ে থাকে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال