আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

উদীচী সংগঠক পথিক নন্দীর মা সবিতা নন্দী মারা গেছেন

জামালপুর শহরের মেডিকের রোডের বাসিন্দা সহযোগী অধ্যাপক প্রয়াত নিখিল নন্দীর সহধর্মিনী এবং জামালপুর উদীচী’র সহসভাপতি পার্থ প্রতিম নন্দী পথিকের মা সবিতা নন্দী মারা গেছেনে। তার বয়স হয়েছিল ৭২ বছর। ঢাকায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে আজ মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে তিনি পরলোকগমন করেন।

পারিবারিক সূত্র জানায়, সবিতা নন্দী দীর্ঘদিন ধরে বার্ধক্যে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। জামালপুর পৌর মহাশ্মানে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে প্রয়াত সবিতা নন্দীর অন্তেষ্ট্রিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।

সবিতা নন্দীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম তফিকুল ইসলাম তসলিম ও উপাধ্যক্ষ অধ্যাপক মো. সুরুজ্জামান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর উদীচী’র সহসভাপতি প্রভাষক সন্তোষকুমার রাজভর প্রমুখ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال