আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ১০ নভেম্বর

জামালপুরবাসীর দীর্ঘদিনের পূরণ হওয়া স্বপ্ন শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে ১০ নভেম্বর শুক্রবার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ উপলক্ষে ওইদিন বিকেল সাড়ে তিনটায় জামালপুর শহরের মনিরাজপুরে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জামালপুর নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের পরিচালক ও অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক মো. আব্দুল ওয়াকিল।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম, সিভিল সার্জন চিকিৎসক মো. মোশায়ের উল ইসলাম, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, গণপূর্ত অধিদপ্তরের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতাউর রহামন ছিদ্দিকী প্রমুখ।

উল্লেখ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৫০ কোটি টাকা। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে সেখানে কাজ শুরু করেছে।


খোঁজার শব্দ: Mirza Azam mp, মোস্তফা মনজু, জামালপুর, mustafa monzu, medical college jamalpur, জামালপুর মেডিকেল কলেজ, জামালপুরের খবর, খবর, নিউজ, Jamalpur,
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال