আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

মেলান্দহে মুক্তিযোদ্ধা নওশেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালপুরের মেলান্দহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা নওশের আলী আর নেই। মেলান্দহ পৌরসভার আদিপৈত গ্রামে নিজ বাড়িতে শুক্রবার বেলা দু’টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুক্তিযোদ্ধা নওশের আলীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। ছবি : জামালপুরিয়ান
পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা নওশের আলী দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভোগছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহীম খলীলুল্লাহর বাবা।

জানা গেছে, মেলান্দহ উপজেলার কেন্দ্রীয় ঈদগাহে শুক্রবার রাতে জানাজা নামাজের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামেনী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম তাকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। পরে রাত দশটায় নামাজে জানাজা শেষে উপজেলার কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা নওশের আলীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি :  জামালপুরিয়ান
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন,  মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, মেলান্দহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘাসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক তার জানাজা নামাজে অংশ নেন।

এদিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম মুক্তিযোদ্ধা নওশের আলীর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال