আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুর পৌরসভার ১৫০ বছরপূর্তির উৎসবে ছড়িয়ে পড়বে ঐতিহ্য : প্রতিমন্ত্রী মির্জা আজম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, জামালপুর পৌরসভা বাংলাদেশের হাতে গোণা কয়েকটি পৌরসভার মধ্যে ঐতিহ্যবাহী প্রাচীন একটি পৌরসভা। যখন এই জেলাকে একটি গ্রাম বলে মনে হতো। শহরের কোনো ছোঁয়া লাগেনি। তখন ব্রিটিশেরা জামালপুরকে পৌরসভা করে গেছেন। আজকে ১৫০ বছরের ঐতিহ্যের ধারক এই জামালপুর পৌরসভা। এই পৌরসভার নাগরিক হতে পেরে আমরা গর্বিত। এই পৌরসভার ১৫০ বছরপূর্তির উৎসব আয়োজনের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়বে জামালপুরের ঐতিহ্য। 
জামালপুর পৌরসভার ১৫০ বছরপূর্তি উদযাপনের প্রস্তুতিমূলক সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিসহ অংশগ্রহণকারী অন্যান্য সুধীবৃন্দ। ছবি : আলী আকবর
প্রতিমন্ত্রী শনিবার বিকেলে ঐতিহ্যবাহী জামালপুর পৌরসভার ১৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির সভাপতিত্বে তার সভাকক্ষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আমরা একসময় অবহেলিত ছিলাম। আজকে এই জেলায় অনেক উন্নয়নের ছোঁয়া লেগেছে। পৌরনাগরিকদের সুবিধা দিতে বাস্তবায়িত হচ্ছে নানান প্রকল্প। ১৫০ বছর পূর্তি উদযাপনকে সফল করতে জেলার কৃতী ব্যক্তিত্বদের নাগরিক সংবর্ধনা, স্মারকগ্রন্থ প্রকাশনাসহ নানারকম গঠনমূলক ও অর্থবহ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই উৎসব উদযাপন করতে চাই। আমি মনে করি ১৫০ বছর পূর্তি উদযাপনের মধ্যে দিয়ে জামালপুরের ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সারা দেশে ছড়িয়ে দিতে পারলে জামালপুর পৌরসভার মর্যাদা বাড়বে।     

সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমকে প্রধান উপদেষ্টা ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিকে আহ্বায়ক করে জামালপুর পৌরসভার ১৫০ বছরপূর্তি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও সভায় বলা হয়, পর্যায়ক্রমে বিভিন্ন উপকমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে।

সভায় জানানো হয়, ১৮৭০ সালের ১ এপ্রিল জামালপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। তখন এই পৌরসভার লোকসংখ্যা ছিল ১৪ হাজার ৪৭২। আজ এই পৌরসভার লোকসংখ্যা ১ লাখ ৫০ হাজার। ১৫ ফেব্রুয়ারি উৎসবের মূল অনুষ্ঠান হবে এবং এর আগে টানা কয়েকদিন ধরে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ১৫০ বছরপূর্তি উদযাপন করা হবে।

মতবিনিময় সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জি এস এম মিজানুর রহমান, জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোখলেছুর রহমান, সাংবাদিক উৎপল কান্তি ধর, সাংবাদিক মোস্তফা বাবুল, শফিক জামান, মাহফুজুর রহমান, এম এ জলিল, ফজলে এলাহী মাকাম প্রমুখ পরামর্শমূলক বক্তব্য রাখেন।

সভায় জামালপুর পৌরসভার সচিব মো. নুরুল ইসলাম মিন্টু, সকল প্যানেল মেয়র ও কাউন্সিলর, পৌরনাগরিক, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال