আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জামালপুর রেলওয়ের জমি থেকে সোমবার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের গেটপাড় এলাকায় রেললাইনের পাশে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এ অভিযান চালায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মেহেদী হাসান ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা মো. মনিরুল হক পাটোয়ারীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জামালপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আবরার হোসেন, উর্ধতন উপসহকারী প্রকৌশলী কবীর হোসেন রানা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলী, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিমুল ইসলাম ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। এ অভিযানে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়।

উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, রেলওয়ের সার্ভেয়ার আব্দুল কাইয়ুম তাদের কাছ কাছ থেকে ৩০ হাজার টাকা ক্ষেত্র বিশেষে ৭০/৮০ হাজার টাকা ঘুষ নিয়ে দখল বুঝিয়ে দিয়েছে। আমরা টাকাও দিলাম ক্ষতিগ্রস্তও হলাম। ক্ষতিগ্রস্তরা অবৈধ দখলের মূলহোতা কাইয়ুমের বিচার দাবি করেন উচ্ছেদে আসা রেলের উর্ধতন কর্মকর্তাদের প্রতি।

এ অভিযান প্রসঙ্গে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা মনিরুল হক পাটোয়ারী বলেন, ট্রেন চলাচলে যাতে দুর্ঘটনা না ঘটে এ কারণে এ অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ের জায়গায় প্রভাবশালীদের নির্মিত অবৈধ স্থাপনা আবাসিক হোটেল, মার্কেটসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি আরও বলেন, রেলওয়ের সরকারি জায়গা যতবড় প্রভাবশালীর দখলেই থাকুক না কেন কোনো ছাড় দেওয়া হবে না।   

জামালপুরের খবর, সংবাদে জামালপুর, খবর জামালপুর, নিউজ জামালপুর, news jamalpur, jamalpur news, online jamalpur, Mustafa Monzu, Jamalpurian. Railway
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال