ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, পৃথিবীর কোনো দেশ দাবি করতে পারবে না যে, দেশ ও মানুষ সমার্থক। কিন্তু আমরা দাবি করতে পারি যে বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর ডাকে দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধা-জনতা যুদ্ধ করে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ‘মেমোরি অফ দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ স্থান পাওয়া উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত নাগরিক সমাবেশে তার বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। কতজন পড়াই। বড়জোর আমার সামনে ৫০ বা ১০০ জন ছেলে-মেয়ে থাকে। আজকে আমার সামনে লক্ষ লক্ষ মানুষ দেখলাম। কি অসাধারণ অভিজ্ঞতা। আজকে আমি এইখানে দাঁড়িয়ে এক ধরনের শিহরণ অনুভব করছি।
লেখক মুহম্মদ জাফর ইকবাল তরুণদের উদ্দেশে বলেন, দেশকে ভালো করে জানো। আর দেশকে ভালো করে জানার সোজাপথ হলো দেশের ইতিহাস জানা। তোমরা মুক্তিযুদ্ধকে জানো। আর মনে রাখবা মুক্তিযুদ্ধকে জানতে হলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পুরাটা ভালো করে জানতে হবে। বঙ্গবন্ধুর ভাষণ যে শুনেনি। মনেপ্রাণে অনুভব করেনি। সে বাংলাদেশের নাগরিক হতে পারে না।
ড. মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, পৃথিবীর অনেক ভাষণ শুনেছি। সেই ভাষণগুলো কাগজে লেখা থাকে। কিন্তু বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ মার্চের ১৯ মিনিটের ভাষণের সময় তার কাছে কোনো কাগজ ছিল না। চোখের চশমাটাও খুলে রেখে ভাষণ দিয়েছেন তিনি। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন এই দেশকে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আহবান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ‘মেমোরি অফ দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ স্থান পাওয়া উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত নাগরিক সমাবেশে তার বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। কতজন পড়াই। বড়জোর আমার সামনে ৫০ বা ১০০ জন ছেলে-মেয়ে থাকে। আজকে আমার সামনে লক্ষ লক্ষ মানুষ দেখলাম। কি অসাধারণ অভিজ্ঞতা। আজকে আমি এইখানে দাঁড়িয়ে এক ধরনের শিহরণ অনুভব করছি।
লেখক মুহম্মদ জাফর ইকবাল তরুণদের উদ্দেশে বলেন, দেশকে ভালো করে জানো। আর দেশকে ভালো করে জানার সোজাপথ হলো দেশের ইতিহাস জানা। তোমরা মুক্তিযুদ্ধকে জানো। আর মনে রাখবা মুক্তিযুদ্ধকে জানতে হলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পুরাটা ভালো করে জানতে হবে। বঙ্গবন্ধুর ভাষণ যে শুনেনি। মনেপ্রাণে অনুভব করেনি। সে বাংলাদেশের নাগরিক হতে পারে না।
ড. মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, পৃথিবীর অনেক ভাষণ শুনেছি। সেই ভাষণগুলো কাগজে লেখা থাকে। কিন্তু বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ মার্চের ১৯ মিনিটের ভাষণের সময় তার কাছে কোনো কাগজ ছিল না। চোখের চশমাটাও খুলে রেখে ভাষণ দিয়েছেন তিনি। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন এই দেশকে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার আহবান জানান।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!