আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

মুক্তিযুদ্ধ নিয়ে ভালোবাসি জামালপুরের জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতা

তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে অনলাইনে জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতার (কুইজ) আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসি জামালপুর’। জামালপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে ১০টি প্রশ্নের মাধ্যমে।

আয়োজকেরা জানালেন, 'নিজ জেলার গৌরবগাঁথা’ স্লোগানে নিয়ে এই প্রতিযোগিতায় ১৪ বছর থেকে ৩৫ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। তবে অংশগ্রহণকারীদের জামালপুর জেলার যেকোনো উপজেলার অধিবাসী হতে হবে।

ভালোবাসি জামালপুর (fb.com/bhalobasijamalpur) জামালপুরের তরুণদের দ্বারা পরিচালিত সংগঠন। এর সদস্যরা সামাজিক, সাংস্কৃতিক ও মননশীল বিভিন্ন কাজ করে থাকেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নগুলো আপনাকে কৌতূহলী করে তুলবে। তবে উত্তর জানা থাকলে তো কথাই নেই। যেমন একটি প্রশ্ন করা হয়েছে কর্নেল তাহেরকে নিয়ে—‘জামালপুরের কোন যুদ্ধে অংশ নিয়ে কর্নেল তাহের আহত হয়ে পা হারান?’, আরেকটি প্রশ্ন রয়েছে এমন—‘১১ নম্বর সেক্টরের সদরদপ্তর কোন এলাকায় ছিল?’ এমন প্রশ্ন নিয়েই সাজানো হয়েছে প্রতিযোগিতা।

এতে অংশ নেওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর। সর্বোচ্চ উত্তরাদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ী নির্বাচন করা হবে। প্রত্যেক বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে—মুক্তিযুদ্ধ বিষয়ক বই, ভালোবাসি জামালপুরের টি–শার্ট ও ব্যাজ।

এই লিংকে গিয়ে আপনিও অংশ নিন এ প্রতিযোগিতায় : https://goo.gl/forms/gjb3GU960zJ3CPlm1


https://facebook.com/BanglarChithi/ 
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال