জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, ২০ দলীয় জোটের সফল নেত্রী, জনপ্রিয় দল বিএনপির চেয়ারপারসন ও একজন জাতীয় নেতা হয়েও যতোবার আদালতে গিয়েছেন, তা ইতিহাসে বিরল। আইনের প্রতি তার শ্রদ্ধা আছে বলেই তিনি বারবার আদালতে গিয়েছেন। বেগম খালেদা জিয়া আদালতকে ভয় পান না। তিনি ভোটবিহীন অগণতান্ত্রিক সরকারের আজ্ঞাবহ আদালতকে ভয় পান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি ও দুর্নীতির অভিযোগে পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপিনেতা মামুন বলেন, বিএনপি নাকি খাদে পড়ে গেছে। তিনি একবার বলেন সরকারের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও নির্বাচন দেওয়া হবে না। আবার বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছা করলে আগাম নির্বাচনও দিতে পারেন। একেক সময় একেক কথা। এথেকেই বোঝা যায় সরকার বেসামাল হয়ে গেছে। বিএনপি খাদে পড়ে যায়নি। আওয়ামী লীগের বর্তমান সরকারেরই দু:শাসনের সময় ঘনিয়ে আসছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, নিরপেক্ষ নির্বাচন দেন। তা না হলে পরিণতি ভয়াবহ হবে।
শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, ১১ বছর ধরে বাংলাদেশের মানুষ কারাগারে বসবাস করছে। বাংলাদেশটাই আজ কারাগারে পরিণত হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষকে অন্তরীণ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্মান কুড়িয়ে আনবেন বাংলাদেশের মানুষ তা মানবে না।
তিনি বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির আন্দোলন মুক্তিকামী মানুষের মুক্তির আন্দোলন। আওয়ামী লীগের দু:শাসনের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। তিনি এই আন্দোলনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, জেলা বিএনপির সাবেক বিশেষ সম্পাদক লোকমান আহাম্মেদ লোটন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি কাজী মশিউর রহমান, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত হোসেন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী রবিউল আলম বাবুল, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রনজু, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের যুগ্মআহবায়ক ফিরোজ মিয়া, মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিকদলের আহবায়ক শেখ মো. আব্দুস সোবহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সফি চৌধুরী, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল হালিম, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মনোয়ারুল ইসলাম কর্নেল প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা গোলাম রব্বানী।
বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি ও দুর্নীতির অভিযোগে পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপিনেতা মামুন বলেন, বিএনপি নাকি খাদে পড়ে গেছে। তিনি একবার বলেন সরকারের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও নির্বাচন দেওয়া হবে না। আবার বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছা করলে আগাম নির্বাচনও দিতে পারেন। একেক সময় একেক কথা। এথেকেই বোঝা যায় সরকার বেসামাল হয়ে গেছে। বিএনপি খাদে পড়ে যায়নি। আওয়ামী লীগের বর্তমান সরকারেরই দু:শাসনের সময় ঘনিয়ে আসছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, নিরপেক্ষ নির্বাচন দেন। তা না হলে পরিণতি ভয়াবহ হবে।
শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, ১১ বছর ধরে বাংলাদেশের মানুষ কারাগারে বসবাস করছে। বাংলাদেশটাই আজ কারাগারে পরিণত হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষকে অন্তরীণ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্মান কুড়িয়ে আনবেন বাংলাদেশের মানুষ তা মানবে না।
তিনি বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির আন্দোলন মুক্তিকামী মানুষের মুক্তির আন্দোলন। আওয়ামী লীগের দু:শাসনের হাত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। তিনি এই আন্দোলনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, জেলা বিএনপির সাবেক বিশেষ সম্পাদক লোকমান আহাম্মেদ লোটন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি কাজী মশিউর রহমান, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত হোসেন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী রবিউল আলম বাবুল, জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রনজু, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের যুগ্মআহবায়ক ফিরোজ মিয়া, মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিকদলের আহবায়ক শেখ মো. আব্দুস সোবহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সফি চৌধুরী, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল হালিম, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মনোয়ারুল ইসলাম কর্নেল প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাওলানা গোলাম রব্বানী।
বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!