আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

দোহাই লাগে মেয়ে

।। নাছিমা আক্তার।।

দোহাই লাগে,
মেয়ে তুই মানুষ হ!
বিশ্বাসের দাম নেই আজ
বিশ্বাসীর আকাল।

কার হাতে হাত রেখে
আগামীর আল পথে হেঁটে যাস তুই?
একটু আড়াল পেলেই জমিনে বিছানা হবি যার?
তারপর লাশঘর?

কব্জিতে জোর রাখ মেয়ে,
ভালোবাসাবাসি, দেখাদেখি,
অভিসার?
সেই সব পরে দেখা যাবে।


নাছিমা আক্তার 
প্রধান শিক্ষিকা, 
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, 
ময়মনসিংহ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

1 Comments

  1. অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে!

    ReplyDelete
আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال