অমাবস্যার অন্ধকারে মিশে ছিলে তুমি
গভীর রাতের ভাঁজে;
অস্পষ্ট কালো ছায়ার মতো দেখেছি তোমাকে-
বহু দূর থেকে কল্পনার দূরবীনে
চোখে চোখ রেখে আলোর দ্যুতি ছড়ায়ে।
নিকষ কালো চুলে ঢাকা ছিল মুখখানি
তার ফাঁকে নাকফুলটা ফুটে ছিল তারার মতো উজ্জ্বল
কামরাঙা ঠোঁট ছিল হাসির ঝিলিক;
আমি দূর থেকে দুই হাত বাড়িয়ে অপার্থিব ভালোবাসায়
অনুভূতির স্পর্শে ছুঁয়েছি তোমাকে-
পুলকিত হয়েছি চুম্বনে শিহরনে অনুরণনে ক্ষণিকের তরে
অন্তরে গহিনে নির্জনে।
আমি দূর থেকে দেখেছি তোমাকে -
গভীর রাতের ভাঁজে;
তুমি মিশে ছিলে অমাবস্যার অন্ধকারে।
≡ মোস্তফা বাবুল : সম্পাদক, দৈনিক জয়পতাকা।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!