আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন কম্পিউটার প্রশিক্ষণ চালু করেছে এমটিটিআই


চাকরিজীবীদের জন্য সুখবরই বটে। জামালপুর শহরের জিগাতলায় অবস্থিত মিডিয়া টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট-এমটিটিআই চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন কম্পিউটার প্রশিক্ষণ চালু করেছে। 

সান্ধ্যকালীন কার্যক্রমের মধ্যে রয়েছে মাইক্রোসফট (এমএস) অফিস প্রোগ্রাম, অফিস সহকারী/উচ্চমান সহকারী/নিম্নমাণ  সহকারী পদধারীদের জন্য, ডিজিটাল অফিস ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল নথি তথ্য ই-ফাইলিং, ওয়েব  পোর্টাল বিষয়ক, কম্পিউটার মেরামত বিষয়ক : হার্ডওয়্যার এন্ড ট্রাবলস্যুটিং, ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল প্রশিক্ষণ।

অত্যন্ত যত্নসহকারে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা দ্রুত সময়ের মধ্যেই আপনাকে অফিস পরিচালনায় দক্ষ করে গড়ে তোলার নিশ্চয়তা দেয় মিডিয়া টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট। প্রতিষ্ঠানটি বগুড়ার সিট-ফাউন্ডেশন (Science & Information Technology–SIT Foundation)   কর্তৃক অনুমোদিত।  SIT Foundation   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। 

আগ্রহীরা আজই যোগাযোগ করতে পারেন -
জাহেদা সফির মহিলা কলেজের বিপরীতে, ফুলবাড়িয়া জিগাতলা, জামালপুর।
মুঠোফোন : ০১৭১৭ ৮৩৪ ৮৩৪, ০১৭৪০ ৯৬৪ ৪৮৪
ফেসবুক পাতা : fb.com/MediaTech.Training

MTTI Jamalpur, Jamalpur ICT training,  
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

2 Comments

  1. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জামালপুরিয়ান ব্লগপোষ্টকে। মিডিয়া টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট এর চাকুরিজীবিদের জন্য প্রশিক্ষণের সুযোগ বিষয়ক বিজ্ঞপ্তিটি আপনার বহুল আলোচিত অনলাইন পত্রিকায় প্রকাশের জন্য। মিডিয়া টেকনিক্যাল সর্বদাই ডিজটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল সুযোগ-সুবিধা এবং সেবা দিতে অংগীকারাবদ্ধ।

    ReplyDelete
    Replies
    1. স্বাগত স্যার। বিষয়টি আমাদের ব্যতিক্রম লেগেছে, তাই আমরা আন্তরিক হয়ে পোস্টটি করার উদ্যোগ নিয়েছি। আপনাদের কার্যক্রমের সাফল্য কামনা করছি।

      Delete
আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال