আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে এতিমখানার শিশুদের চোখে মুখে ঈদের খুশি

‘স্বপ্নবাজের ঈদ উল্লাসে, হাসির ঝিলিক সবার মুখে’ এই স্লোগানে টিম স্বপ্নবাজ তরুণ ঈদুল ফিতর উপলক্ষে ১২ জুন জামালপুরের বিলপাড়া নূরুল হক মাদরাসা ও এতিমখানার শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করেছে।

টিম স্বপ্নবাজ তরুণ এর সভাপতি শুভ আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ সংগঠনের সদস্যরা ২৫ জন শিশুর হাতে নতুন জামা তুলে দেন। নতুন জামা পেয়ে শিশুদের চোখে মুখে ঈদের খুশি ফুটে উঠে। তারা সংগঠনটির নেতৃ ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানায়।

নতুন জামা বিতরণের সময় অন্যান্যের মধ্যে জামালপুর কমেডি ক্লাবের সভাপতি মুকিত ও সাধারণ সম্পাদক সিফাত এবং ছাত্রনেতা পল্লবসহ মাদরাসার কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

উল্লেখ, ঢাকার এই সংগঠনটি গত কয়েক বছর যাবতই মানবসেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে। ঈদে নতুন জামা, বন্যায় ত্রাণ, শীতে কম্বল বিতরণসহ মানুষকে রক্তদানে উৎসাহ প্রদান করে সংগঠনটি।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال