প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে কৃতী ছাত্রী ফারিয়া আনোয়ার তাসিন। সে পেয়েছে নম্বর ৫৯৫।
জানা গেছে, ফারিয়া দেওয়ানগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। তার বাবা আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ কাঠারবিল এম এম কলেজের সহকারী অধ্যাপক এবং তার মা ফাতেমা খাতুন সিদ্দিকা চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক গুলশানারা লিটা জানান, ফারিয়া বিদ্যালয়ে নিয়মিত এবং বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশুনা করেছে। উপজেলা পর্যায়ে অধিকাংশ অনুষ্ঠানে অংশ নিয়ে সে বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে। তিনি ফারিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। ফারিয়ার বাবা ও মা ফারিয়ার ভবিষ্যত সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেছেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!