আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে সিএনজিচালক নিহত

জামালপুর শহরের নতুন বাইপাস সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষে সুজন মিয়া নামের একজন সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। ৯ জুন রাত দশটার দিকে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী সিমেন্টবোঝাই একটি ট্রাক ৯ জুন রাতে প্রকল্প এলাকায় ঢুকছিল। রাত দশটার দিকে মেলান্দহ থেকে আসা দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিএনজিটি ওই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজির সামনের অংশ ভেঙে চ্যাপ্টা হয়ে যায় এবং চালক সুজন মিয়ার (২৮) মাথা থেতলে গুরুতর আহত হন। সিনএনজিতে অন্যকোনো যাত্রী ছিল না। নিহত সুজন মিয়ার বাড়ি জেলার মেলান্দহ উপজেলার শিহাটা গ্রামে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। রাতেই শেখ হাসিনা মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণ কাজের ঠিকাদারদের মধ্যস্থতায় উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাসের প্রেক্ষিতে নিহত সুজন মিয়ার লাশের ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে তার লাশ সরিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান এ প্রসঙ্গে বলেন, ৯ জুন রাতে শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে সিমেন্টবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে একজন সিএনজিচালক নিহত হয়েছে। রাতে তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও নিয়ে আসেনি।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال