আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

সেনা অফিসারে নিয়োগ পেতে বিনামূল্যে প্রশিক্ষণের বাছাই করেছে জামালপুর সমিতি


বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কমিশণ্ড অফিসার হিসেবে নিয়োগ পেতে আগ্রহী শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ঢাকাস্থ জামালপুর সমিতি। প্রশিক্ষণের জন্য ২৮ অক্টোবর জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার্থীদের স্ক্রিনিং টেস্ট (বাছাই পরীক্ষা) অনুষ্ঠিত হয়েছে।

সরকারি আশেক মাহমুদ কলেজসহ জেলার বিভিন্ন কলেজের প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী বাছাই পরীক্ষায় অংশ নেয়। জামালপুর সমিতির মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বাছাই দল যোগ্য প্রার্থীদের নির্বাচন করেন। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী উপস্থিত ছিলেন।

নির্বাচিত যোগ্য প্রার্থীরা ঢাকায় বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবে।

জানা গেছে, জেলার প্রশিক্ষণার্থীদেরকে জামালপুর সমিতি প্রশিক্ষণকালীন মাসিক ৫ হাজার টাকা ভাতা দিয়ে থাকে। কেবল সশস্ত্র বাহিনী নয় বিসিএস পরীক্ষার জন্যও যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে প্রতিষ্ঠানটি।

জামালপুর সমিতির মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ মো. শফিকুল ইসলাম জানান, সারা জেলার কলেজগুলো থেকে যোগ্য প্রার্থীদের বাছাইয়ের এই কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে। জেলার উন্নয়নের অংশ হিসেবে শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال