জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি বকশীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং মনির, আবুল হোসেন, সাকিবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী হাজ্জাজ বীন ইউসুফ।
অনুষ্ঠানে মেডিক্যাল কলেজ, প্রকৌশল, কৃষি ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উপজেলার ১২০ জন শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে এবং মাদকের মরণ নেশা থেকে সকলকে দূরে থাকতে হবে ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!