আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে জাতীয় ভোটার দিবস উদযাপিত


জামালপুরে নির্বাচন কমিশনের জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ মার্চ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ মার্চ সকাল ১০টায় জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কবীর। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা হাকিম মো. শফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. নজরুল ইসলাম, জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝাওলা গোপালপুর কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল ফেরদৌস, হযরত শাহ জামাল (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, অপরাজেয় বাংলাদেশের কেন্দ্র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস দলের জেলা শাখার আহবায়ক আবু সায়েম সাদাত-উল-করিম প্রমুখ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال