আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নের দাবি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবিকে বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশনে রূপান্তর না করে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের দাবি জানিয়েছে বিআরডিবি কর্মচারী সংসদ জামালপুর জেলা শাখা। ৩ এপ্রিল সংগঠনটির ব্যানারে বিআরডিবির কর্মচারীরা অবস্থান ধর্মঘট, প্রতিবাদ মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করে তারা এ দাবি জানিয়েছেন।

বিআরডিবি কর্মচারী সংসদ জামালপুর জেলা শাখার উদ্যোগে ৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টায় জামালপুর বিআরডিবির উপ-পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন সারা জেলার বিআরডিবির মাঠপর্যায়ের কর্মচারীরা। এ সময় বক্তব্য রাখেন বিআরডিবি কর্মচারী সংসদ জেলা শাখার সভাপতি মো. রনজু মিয়া, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, মাঠ সহকারী মো. সৈয়দুজ্জামান প্রমুখ।

বক্তারা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবিকে বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশনের পরিবর্তে সারা দেশে বিআরডিবির রাজস্ব বাজেটভুক্তসহ সকল কর্মসূচি ও প্রকল্পে কর্মরত জনবলসহ প্রতিষ্ঠানটিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের দাবি জানান।

পরে বেলা ১১টার দিকে সংগঠনটির ব্যানারে বিআরডিবির কর্মচারীরা প্রতিবাদ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পেশ করেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال