মনন মাহাদি, ১১ নভেম্বর ২০১৯ |
১৯৯০ সালের নভেম্বর মাস। এরশাদ বিরোধী আন্দোলন তখন ব্যাপক আকার ধারণ করেছে। আন্দোলনের লাস্ট স্টেজও বলা যায়। সারাদেশে থমথমে অবস্থা। জামালপুর শহরও অচল। রিকশা পর্যন্ত চলতে দেয় না আন্দোলনকারীরা। জিনিসপত্র খাদ্য দ্রব্যের দামও বেড়ে যাচ্ছিল।
এরমধ্যে ৯ নভেম্বর শুক্রবার আম্মা সফুরা বেগমের পেইন শুরু হলো। প্রথম বাচ্চা, তাই ভয় ও উদ্বেগও কাজ করছিল। জামালপুর মাতৃসদনে নিতে হবে। আব্বু মোস্তফা মনজু রিকশা ডেকে আনলেন। পশ্চিম ফুলবাড়িয়া নানুবাড়ি থেকে আম্মা আর নানী মরিয়ম বেগমকে রিকশায় তুলে দিয়ে আব্বু হেঁটে রওনা দিলেন।
বর্তমান তুষার হোটেলের সামনে রিকশা আটকালো আন্দোলনকারীরা। আব্বু তখনও অনেক পিছনে। আব্বু তখনও সাংবাদিক হিসেবে পরিচিত নন। স্থানীয় নেতারা চিনতেন আর ডেলিভারি কেস দেখে রিকশা যেতে দেয়।
এরপর মাতৃসদনে দুইদিন উৎকণ্ঠায় কাটে। রবিবার ১১ নভেম্বর বিকেলে পৃথিবীর আলো দেখতে পাই আমি মনন মাহাদি, Monon Mahadee। সেইদিনটাই সম্ভবত আমার জন্মদিন। আর সময়ের আবর্তে আজ আমার ২৯ বছর।
খুবই আনন্দের বিষয় মুটেও নয়। কারণ এই বছরটা (২০২০) আমার জন্য চরম উৎকণ্ঠার বছর। কঠিন এবং ইফেক্টিভ সিদ্ধান্ত নেওয়ার বছর। যা সবার ভালোবাসা আর সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে হয়তো সম্ভব নয়।
ফেসবুকে আমার সাথে যোগ দিন : facebook.com/MononMahadee
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!