আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

দেওয়ানগঞ্জে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ৬ এপ্রিল দেওয়ানগঞ্জ সফরে আসছেন। তার সফরসূচি সফল করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ৬ এপ্রিল বেলা ১১টা ২০ মিনিটে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি বাহাদুরাবাদে বাংলাদেশ পুলিশের নবনির্মিত নৌ থানা ভবন উদ্বোধন করবেন। পরে তিনি বেলা আড়াইটায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. মুখলেসুর রহমান।

সমাবেশ শেষে সেখানে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال