শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। |
জামালপুরে শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ মে শুক্রবার সন্ধ্যায় জামালপুর পৌর সুপার মার্কেটের দোতলায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখা।
মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান হীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এস এম বদরুদ্দোজা, ইয়াকুব আলী, বাবুল মিয়া, মো. হাবিবুর রহমান, মো. শফিকুর রহমান, এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা মো. মাসুদুর রহমান, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান শাহজাদা আকন্দ, আবৃত্তিকার রবিউল ইসলাম রাসেল প্রমুখ।
বক্তারা শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঘাতক দালালদের বিচারের মুখোমুখি করতে শহীদ জননী জাহানারা ইমামের সক্রিয় অংশগ্রহণ ও অবদান বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকীর কেক কাটেন। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক লোক এতে অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!