আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই


জামালপুর শহরের বেলটিয়া খুপিবাড়ি এলাকার রমজান আলী (১৭) নামের এক ইজিবাইকচালককে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খুপিবাড়ি এলাকার হোটেল শ্রমিক আকবর আলীর পালক ছেলে রমজান আলী চারদিন ধরে নিখোঁজ ছিল। ৪ মে রাতে সদর থানা পুলিশ জামালপুর পৌরসভার ডাকপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, জামালপুর শহরের বেলটিয়া খুপিবাড়ি এলাকার মো. আকবর আলীর ছেলে রমজান আলী ১ মে সকাল সাড়ে ৮টার দিকে ভাড়ায় চালানোর জন্য ইজিবাইক নিয়ে বাড়ি থেকে শহরে বেরিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। ৪ মে রাত সাড়ে ৮টার দিকে জামালপুর-শেরপুর বাইপাস সড়কের পাশে শহরের ডাকপাড়া এলাকায় নির্জন স্থানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর থানায় খবর দেয়। ওই ব্যক্তির দুই হাত পেছন দিকে বাঁধা এবং মুখ থেকে গলা পর্যন্ত সাদা স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল।

জামালপুর সদর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের বাবা আকবর আলী ও পরিবারের অন্যান্য স্বজনরা রাতেই পুলিশের উপস্থিতিতে লাশ শনাক্ত করেছে। ৫ মে দুপুরে জামালপুর সদর হাসপাতালের মর্গে লাশটির ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আকবর আলী বাদী হয়ে তার ছেলেকে শ্বাসরোধ করে হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এ প্রতিবেদককে বলেন, ইজিবাইক ছিনতাই ও চালক রমজান আলীকে হত্যার অভিযোগে আসামি অজ্ঞাত উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ইজিবাইকটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال