আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে তিনজনকে ৮১ হাজার টাকা জরিমানা


জামালপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক তিনটি অভিযানে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, আইসক্রিমের মেয়াদ উল্লেখ না থাকা এবং দধির ওজনে কারচুপি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তিনজন ব্যবসায়ীকে ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ৬ মে বিকেলে জামালপুর শহরের সকাল বাজারে বেঙ্গল কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠান হ্যাপি মার্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রতিষ্ঠানটিতে কোম্পানির ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে পণ্য বিক্রির হাতে নাতে প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালতের দল। পরে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় হ্যাপি মার্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভ্রাম্যমাণ আদালত শহরের ওই বাজারের তুষার স্টোরের আইসক্রিমের কোনো মেয়াদ লেখা না থাকায় দোকানটির মালিক মো. তুষারকে একই আইনের ৩৭ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন দুপুরে নির্বাহী হাকিম মো. আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে শহরের পাঁচরাস্তা মোড়ে স্বদেশ সুইটস নামের মিষ্টি ও দইয়ের দোকানে অভিযান চালিয়ে ওজনে কারচুপির প্রমাণ পান। একই সাথে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দোকানটির মালিক মো. কবির উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৬ ধারায় তাকে এই জরিমানা করা হয়।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال