আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

সরিষাবাড়ীতে ভাতিজার বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৬ অক্টোবর) রাতে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী গৃহবধূ।

গত ১৯ অক্টোবর উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। আসামি জিয়ারুল হক একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে জিয়ারুল হক। দীর্ঘদিন ধরে দুই সন্তানের জননীকে প্রতিবেশী ভাতিজা জিয়ারুল হক বিভিন্ন প্রকার লোভলালসা দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় ওই নারী। এতে তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন জিয়ারুল। গত ১৯ অক্টোবর রাতে পারিবারিক কাজে প্রতিবেশী নজরুল ইসলাম মাস্টারের বাড়িতে যায় ওই নারী। বাড়ি ফেরার পথে একা পেয়ে জোর করে বাড়ির পাশে বাঁশঝাড়ের ঝোপে নিয়ে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার রাতে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী এক নারী মামলা দায়ের করেছেন। পরীক্ষা-নীরিক্ষার জন্য ওই নারীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।সূত্র:বাংলারচিঠিডটকম।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال