নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ইয়াকুব আলী |
জামালপুরের জন্মগত মানসিক প্রতিবন্ধী ইয়াকুব আলী (৫৫) আজও বাড়ি ফিরেননি। তিনি গত তিন মাস যাবৎ নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকার বাসিন্দা মৃত হযরত আলীর ছেলে ইয়াকুব আলী। তিনি জন্মগত মানসিক প্রতিবন্ধী। তিনি চলতি বছরের ২৭ মার্চ প্রতিদিনের মত বাড়ি থেকে শহরে বের হন। কিন্তু এরপর দীর্ঘ তিনমাস অতিবাহিত হলেও এখনও তিনি বাড়ি ফিরেননি।
ইয়াকুব আলী তার নিজের নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না। কেউ ইচ্ছা করে খাবার দিলে খান। নিজে কারও কাছে চেয়ে খান না। হারিয়ে যাওয়ার সময় তার পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল। বর্তমানে তার দিনমজুর ছোট ভাই ইস্রাফিল ও তার অসহায় বৃদ্ধা মা ইয়াকুব আলীকে খোঁজ না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে ইস্রাফিল জামালপুর সদর থানায় গত ৪ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ইয়াকুব আলীর সন্ধান পান তাহলে ইয়াকুব আলীর ছোট ভাই ইস্রাফিল তার এই ০১৭৫৩৯৯৩২০১ মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!