আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

আলহাজ হাছেন আলী সরকার স্মৃতি ফুটবল : সূর্য্যনগরকে হারিয়ে ফাইনালে দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জ একাদশ বনাম বকশীগঞ্জের সূর্য্যনগর একাদশের মধ্যে খেলা। ছবি : বোরহান উদ্দিন
আলহাজ হাছেন আলী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে বকশীগঞ্জের সূর্য্যনগর একাদশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে দেওয়ানগঞ্জ একাদশ। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মকিরচর ইটখোলা মাঠে ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিকেল চারটায় দেওয়ানগঞ্জ একাদশ বনাম বকশীগঞ্জের সূর্য্যনগর একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা শুরু হয়। উত্তেজনাপূর্ণ খেলায় ৪০ মিনিটে সূর্য্যনগর দেওয়ানগঞ্জকে ১ গোল দেয়। পরে ৪৭ মিনিটের সময় দেওয়ানগঞ্জ ১ গোল দিয়ে খেলায় সমতা আনে। নির্দিষ্ট সময় শেষ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দেওয়ানগঞ্জ ২-১ গোলে সূর্য্যনগরকে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করে।

আগামী ২১ অক্টোবর সোমবার কাঠারবিল ও দেওয়ানগঞ্জ একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال