আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

মেলান্দহে ভাষা আন্দোলনে আঞ্চলিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক ও এবি ব্যাংকের পরিচালক কাইজার চৌধুরী
বক্তব্য রাখেন শিশু সাহিত্যিক ও এবি ব্যাংকের পরিচালক কাইজার চৌধুরী
জামালপুরের মেলান্দহ উপজেলায় ‘ভাষা আন্দোলনের আঞ্চলিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাতে স্থানীয় উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও এবি ব্যাংকের পরিচালক কাইজার চৌধুরী।

সাহিত্যিক কাইজার চৌধুরী বলেন, বায়ান্নের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের বীজ বপন হয়েছিল। ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তুরে তুমুল লড়াই সংগ্রাম করে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যা সারা পৃথিবীতে বিরল ঘটনা।

তিনি আরো বলেন, বাঙালি জাতির স্বার্থে বঙ্গবন্ধু ছিলেন একজন সৎ মানুষ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দরকার সৎ মানুষ। দরকার ভালো মানুষ। তাই বঙ্গবন্ধুকে জানতে হবে। আমাদেরকে বারবার বঙ্গবন্ধুর কাছে ফিরে যেতে হবে, মুক্তিযুদ্ধের কাছে ফিরে যেতে হবে। বাঙালি জাতির উত্থানের ইতিহাস জানতে হবে। সবাইকে ভালো ভালো বই পড়তে হবে। ভালো বই পড়লে সৎ মানুষ হওয়া যায়।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই ‘ভাষা আন্দোলনের আঞ্চলিক প্রেক্ষাপট’ বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম বৃষ্টি। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন গবেষক ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ হায়দার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলান্দহ পৌরসভার মেয়র মোহাম্মদ শফিক জাহেদী রবিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, বাংলা একাডেমির আজীবন সদস্য আনোয়ার হাসান বাবু, প্রয়াত ভাষাসৈনিক দিদারুল আলম খুররমের কন্যা ও নান্দিনা শেখ আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক দিলশাদ বেগম শরমী, বশেফমুবিপ্রবি’র শিক্ষার্থী এস এম আল ফাহাদ প্রমুখ।

পরে প্রধান অতিথি কাইজার চৌধুরী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال