আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

ছবিতে ছবিতে ‘প্রিয় জামালপুর’


অনেকে বলে থাকেন ফেসবুকে ছেলে-মেয়েরা সময় নষ্ট করে। পড়াশুনা সিকেই তুলে বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় মেতে থাকে। কিন্তু প্রিয় জামালপুর এর বন্ধুরা এই আড্ডা ও বিনোদনকে তথ্য ও জ্ঞানের ভান্ডার বানিয়ে ফেলেছে। তাই বলছি অনেকের কথায় কান না দেওয়ায় ভালো।  

হ্যাঁ, বলছিলাম প্রিয় জামালপুর এর কথা। প্রিয় জামালপুর একটি ফেসবুক ভিত্তিক ফটোগ্রাফি পেজ।এখানে জামালপুরের বিভিন্ন স্থান, প্রতিষ্ঠান, জীবনযাত্রা ও প্রকৃতির ছবি তথ্যসহ তুলে ধরা হয়।শুধু কি ছবি, জামালপুরের বিভিন্ন তথ্য, খবর, উল্লেখযোগ্য ব্যক্তিদের তথ্য ও ভিডিও প্রতিনিয়ত পরিবেশন করে থাকে পেজটি। তাইতো প্রিয় জামালপুর সবার প্রিয় তথ্য ও বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে।ইতিমধ্যে প্রায় ১১ হাজার ভক্ত বন্ধুদের এক পরিবার হয়ে গেছে পেজটি।

অবসর । স্থান: ইসলামপুর । ছবি: মাহি করিম, প্রিয় জামালপুর থেকে 
প্রিয় জামালপুরের একজন প্রশাসক (এডমিন) সানাউল আজম শরৎ বললেন, আমরা জামালপুরের বিভিন্ন উপজেলার ২২ জনের একটি প্রশাসক দল প্রতিনিয়ত তথ্য ও ছবি হালনাগাদের কাজ করে যাচ্ছি।আমরা যে যখন পারি কাজ করি। ভক্ত ও বন্ধুরা আমাদের ইনবক্সে ছবি ও তথ্য দিয়ে সহযোগিতা করেন।নাম ও উৎস দিয়ে প্রশাসকরা সেসব হালনাগাদ করে।

প্রশাসক সাইকা ভক্ত বন্ধুদের উদ্দেশ্যে বলেন, আমরা জামালপুর জেলার উল্লেখযোগ্য দিক এই পেজের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করে যাচ্ছি। আমাদের পোষ্ট ভালো লেগে থাকলে কমেন্ট ও শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। পেজটির সাথেই থাকুন।

প্রশাসক অস্পষ্ট বললেন, ভক্ত বন্ধুদের উৎসাহমূলক কথা শুনলে আমাদের ভালো লাগে। আমরা চেষ্টা করি ছবি ও লেখনির মাধ্যমে প্রাণের জামালপুরকে সবার মাঝে তুলে ধরতে। সেই লক্ষ্যেই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

মা, প্রকৃতি, মায়া হোক অবিনশ্বর...। ছবি: সুবর্ণ, প্রিয় জামালপুর থেকে 
পেজটির ভক্ত বন্ধুদের কমেন্ট পড়েই বুঝা গেল, ছবি ও ভিডিওগুলো দেখে অনেকে হন অভিভূত ও উচ্ছসিত আর কেউবা হয়ে যান স্মৃতিকাতর, তারা ফিরে যেতে চান হারানো শৈশবে।

প্রিয় জামালপুর পেজের লিংক: www.facebook.com/PriyoJamalpur/
লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।

ফিচার ইমেজ উৎস: প্রিয় জামালপুরের কভার ফটো
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

6 Comments

  1. amader page niye chomotkar akti report korar jonno apnader shongbad potro ke antorik vabe dhonnobad ..amra apnader nikot kritoggo..

    ReplyDelete
    Replies
    1. স্বাগত, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদের কাছে আমিও চির কৃতজ্ঞ।

      Delete
  2. স্বাগত, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদের কাছে আমিও চির কৃতজ্ঞ।

    ReplyDelete
  3. Khub valo lagsa vai

    ReplyDelete
আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال