আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক

মোহাম্মদ এনামুল হক
মোহাম্মদ এনামুল হক জামালপুরের জেলা প্রশাসক হিসেবে ২০১৯ সালের ২৬ আগস্ট যোগদান করেছেন। প্রশাসনের বিভিন্ন স্তরে তিনি সুদীর্ঘ ১৭ বছর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ এনামুল হক সহকারী কমিশনার হিসেবে কুড়িগ্রাম এবং রাজশাহী জেলায়, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে বান্দরবান পার্বত্য জেলায়, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চট্রগ্রামের বাঁশখালী উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে  চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ও রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ফেনী জেলায় কাজ করেছেন। 


এছাড়া প্রজেক্ট ম্যানেজার হিসেবে বাংলাদেশে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম মেট্রোরেল  প্রকল্পে কাজ করেছেন। 


তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফর্মেশন (এটুআই) প্রকল্পে প্রায় আড়াই বছর ই-সার্ভিস স্পেশালিস্ট হিসেবে কাজ করেছেন। এ সময়ে তিনি ভূমি সেবা আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের সাথে সম্পৃক্ত ছিলেন। 


তিনি সফলতার সাথে ভূমি তথ্য ও সেবা কাঠামো (Land Information and Service Framework-LISF), ই-মিউটেশন (e-Mutation), আরএস-কে (Revisional Survey-Khatian) সিস্টেম এবং উত্তরাধিকার ক্যালকুলেটর (Inheritance Calculator) তৈরি করেছেন। উত্তরাধিকার ক্যালকুলেটরটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। এই সফটওয়ারগুলির প্রত্যেকটিই বর্তমানে ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে সফলতার সাথে সারা দেশে ব্যবহৃত হচ্ছে। 


মোহাম্মদ এনামুল হক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএসসি এবং প্রথম শ্রেণিসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের গ্রীনউইচ বিশ্ববিদ্যালয় থেকে Distinctionসহ Environmental Conservation বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


তিনি টেকসই ইউনিয়ন ডিজিটাল সেন্টার, আইসিটি ভিত্তিক সেবা প্রদান, ই-সেবা প্রদানকে পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন ধরনের ইনোভেশনের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে যথাক্রমে ২০১৫ ও ২০১৬ সালে পরপর ২ বার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হন। এছাড়া জনসেবায় (Public Service) গুরুত্বপূর্ণ অবদান রাখার  স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার তাকে দুইবার (২০১৬ এবং ২০১৮ সালে) জনপ্রশাসন পদক প্রদান করেন।


তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ইত্যাদি দেশে উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার, কনফারেন্স এবং এক্সপোজার ভিজিটে অংশগ্রহণ করেছেন।


মোহাম্মদ এনামুল হক ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে তিনি প্রথম চাকরিতে যোগদান করেন ২০০৩ সালের ৩১ মে। নতুন এই জেলা প্রশাসক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদ ও মোসাম্মৎ ফিরোজা বেগম দম্পতির সন্তান।


সূত্র-১: http://jamalpur.gov.bd/site/page/ba9ea100-6e7f-4f92-b74b-98cb2944f2d6/প্রোফাইল

সূত্র:-২: https://banglarchithi.com/2019/08/27/জামালপুরে-যোগদান-করলেন/

DC Jamalpur, profile, dc muhammad anamul hoque, Jamalpur Blog, Jamalpur news, Jamalpur information 

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال