আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আব্দুল জলিলের ইন্তেকাল

প্রবীণ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগনেতা ও দৈনিক খবরের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল জলিল আর নেই। তিনি ২৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর শহরের কাছারিপাড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে ভোগছিলেন।

তাঁর পরিবার সূত্র জানায়, ২৯ জুলাই আছর নামাজের পর স্থানীয় মুসলিমাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা খাতুন ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে জানাজা নামাজ শেষে তাঁর মরদেহ জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের জন্য অবদান রাখার পাশাপাশি তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর পত্রিকায় দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। কিছুদিন তিনি এশিয়ান টিভির জামালপুর জেলা সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। জামালপুর প্রেসক্লাবের সদস্যও ছিলেন তিনি। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর বড় ছেলে শাহরিয়ার আলম ইদু জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত একজন কাউন্সিলর।

এদিকে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও আওয়ামী লীগনেতা আব্দুল জলিলের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি, সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক সুজাত আলী ফকির, জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. রেজাউল করিম রেজনু, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান ডল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال