| প্রয়াত সাংবাদিক দুলাল হোসাইনের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ছবি : মাহমুদুল হাসান মুক্তা |
জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় শোকসভায় প্রয়াত সাংবাদিক মরহুম দুলাল হোসাইনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত দেব কানু, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, দৈনিক মুক্তআলোর সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক দুলাল হোসাইনের বড় ছেলে সাইমুম সিব্বির শোভন ও ছোট ছেলে সানজিদ সাব্বির শাকিল প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক দুলাল হোসাইনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংবাদিক দুলাল হোসাইনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আল জামিয়াতুল হাবিবিয়া কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হোসেন আলী।
শোকসভায় জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও সহযোগী সদস্য, সাংবাদিকবৃন্দসহ সাংবাদিক দুলাল হোসাইনের শোভাকাঙ্খীরা অংশ নেন।
.....