৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : সাতক্ষীরায় পটুয়াখালীকে ৩৫ রানে হারিয়েছে জামালপুর


ম্যাচসেরা জামালপুরের অলরাউন্ডার ক্রিকেটার মাহাথির মোহাম্মদ প্রত্যয়।

সাতক্ষীরা স্টেডিয়াম ভেন্যুতে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ৭ মার্চের ম্যাচে পটুয়াখালী জেলা দলকে ৩৫ রানে হারিয়েছে জামালপুর জেলা ক্রিকেট দল। ম্যাচসেরা হয়েছেন জামালপুর জেলা দলের অলরাউন্ডার মাহাথির মোহাম্মদ প্রত্যয়। এর আগে এই ভেন্যুতে সিলেটের কাছে হারলেও ম্যাচসেরা হন মাহাথির মোহাম্মদ প্রত্যয়।

৭ মার্চের ম্যাচের আগে টস জিতে পটুয়াখালী জেলা দল। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে অধিনায়ক আব্দুল মোমিনের জামালপুর জেলা দল। তারা ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৫ রান। (মাহাথির মোহাম্মদ প্রত্যয় ৪৫, মোমিন ইসলাম ৩১, শাহেদ আলী ১৮, শাহরিয়ার ইমন ১৪, আবিদ ইসলাম ১২, ইমরান ফাহাদ আনন্দ ১০, সালমান ৩/১২, সানজিল ৩/৩০, শাহন গাজী ২/২২, শাজরিযার পারভেজ ১/১১, সুজন ২/২৭, বোলাররা অতিরিক্ত দিয়েছে ১৬ রান।)

সাতক্ষীরা স্টেডিয়াম

ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক শাহন গাজীর পটুয়াখালী জেলা দল। ৩৫.৫ ওভারের সময় ঘটে সব উইকেটের পতন। তারা সংগ্রহ করেছে ১২০ রান। ৩৫ রানে ম্যচ জিতেছে জামালপুর জেলা দল। (মাহিন ৩৩, রমজান ২৮, ইমরান ফাহাদ আনন্দ ৩/৪০, মাহাথির মোহাম্মদ প্রত্যয় ৩/২১, আব্দুল মোমিন ২/১১, কায়কোবাদ মিহাল ১/৯, স্বপন ১/২১ বোলাররা অতিরিক্ত দিয়েছে ৮ রান।)

ম্যাচসেরা হয়েছেন জামালপুর জেলা দলের অলরাউন্ডার মাহাথির মোহাম্মদ প্রত্যয়। আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহিনুর রশিদ শামীম ও ওহিদুজ্জামান শামীম।

জামালপুর জেলা ক্রিকেট দলের কোচ সাব্বির হোসেন শ্যামল এ প্রতিবেদককে জানান, ১০ মার্চ লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দলের সাথে লড়বে জামালপুর জেলা ক্রিকেট দল।

Post a Comment

Previous Next

نموذج الاتصال