আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়


জাতীয় স্কুল ও মাদরাসা উপজেলা পর্যায়ে ক্রীড়ার ফুটবলের চূড়ান্ত খেলা শনিবার মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে মেয়েদের বিভাগে মেলান্দহ উপজেলার মির্জা আজম উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ডা. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়। অপরদিকে ছেলেদের বিভাগে ভাবকী জিএম উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়। 

ফুটবল খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : মাহমুদুল হাসান মুক্তা
এর আগে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান চানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা কবির, মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রেজ্জাক সুজা, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার, মো. আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিকলীগের মেলান্দহ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ও মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মাজহারুল করিম প্রমুখ। 

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি: মাহমুদুল হাসান মুক্তা
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম এলাহী আখন্দ। 

ছবি ও লেখা: মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال