জামালপুরিয়ানে আপনাকে স্বাগতম প্রিয় পাঠক বন্ধু |

চাকরিপ্রার্থীরা ৪ বার বিসিএস পরীক্ষা দিতে পারবেন : উপদেষ্টা পরিষদ


একজন চাকরিপ্রার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সর্বোচ্চ চারবার দেওয়ার সুযোগ পাবেন।

৩১ অক্টোবর বৃহস্পতিবার এখানে জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন।

৩১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় যে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি সরকারি অ-আর্থিক কর্পোরেশন এবং স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের জন্য ‘সর্বোচ্চ বয়সসীমা অধ্যাদেশ, ২০২৪’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৫৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা এবং সরাসরি নিয়োগ পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال