আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের সাথে জামালপুর ক্রিকেট একাডেমির টি-২০ সিরিজ

শুক্রবার খেলা শুরুর আগে উদ্বোধনী পর্বে স্ক্যাইফের পরিচালক মো. আব্দুল্লাহ আল ওয়াহিদ ক্রিকেটারদের উদ্দেশে কথা বলেন। ছবি: জামালপুরিয়ান
টি-২০ ক্রিকেট সিরিজে অংশ নিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল এখন জামালপুরে। জামালপুর ক্রিকেট একাডেমি আয়োজিত এই ক্রিকেট সিরিজে অংশ নিতে তারা বৃহস্পতিবার জামালপুরে আসে। জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই ক্রিকেট সিরিজে তারা জামালপুর ক্রিকেট একাডেমির সাথে তিনটি ম্যাচ খেলবে।

 
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল। ছবি : জামালপুরিয়ান
জানা গেছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার সকালে এই সিরিজের উদ্বোধন করেন স্ক্যাইফ ফারমাসিউটিক্যালস লি. এর পরিচালক (কারখানা) মো. আব্দুল্লাহ আল ওয়াহিদ। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলারচিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সমন্বয়কারী মো. মাহমুদুল হাসান ও জামালপুর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি মো. আব্দুল্লাহ আল ওয়াহিদ ও ব্র্যাক ইউনিভারসিটি ক্রিকেট টিমের মো. মাহমুদুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উদ্বোধনী দিনে পর পর দুটি খেলা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বাকি আরেকটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই খেলার ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার দুটি স্পন্সর করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জামালপুর ক্রিকেট একাডেমি দল। ছবি : জামালপুরিয়ান
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সমন্বয়কারী মো. মাহমুদুল হাসান এ প্রতিবেদককে বলেন,  আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল মূলত: জামালপুর ক্রিকেট একাডেমির আহ্বানে জামালপুরে এসেছি। এই ধরনের খেলা আয়োজন খুবই ভালো উদ্যোগ। ক্রিকেটারদের মধ্যে শিক্ষণীয় অনেক বিষয়ের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয়ে আরও দক্ষ হয়ে উঠার সুযোগ সৃষ্টি হয়।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال