২০১৭ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ও শাপলা কাব স্কাউট অ্যাওয়ার্ড মনোনীত করার জন্য বাংলাদেশ স্কাউটসের ঢাকা আঞ্চলিক পর্যায়ে লিখিত মূল্যায়ন পরীক্ষায় জামালপুর জেলা থেকে ১১২ জন স্কাউট ও কাব উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড শাখায় ৫৫ জন এবং শাপলা কাব অ্যাওয়ার্ড শাখায় ৫৭ জন উত্তীর্ণ হয়েছে। খুব শিগগির তারা জাতীয় পর্যায়ে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য চূড়ান্ত মূল্যায়নে অংশ নেবে। বাংলাদেশ স্কাউটস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জামালপুর জেলা থেকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৫ জন স্কাউটসের তালিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হলো: মেলান্দহ উপজেলার মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের চারজন মো. তোফাইয়ের উদ্দিন নাসিম, উম্মে কুলসুম স্বর্ণা, আরেফিন খান ও জান্নাতুল মাওয়া রিশা। মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের দু’জন মো. জোনায়েদ হাসান ও মো. মনিরুজ্জামান। মেলান্দহ উপজেলার আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় থেকে একজন মো. ওয়াহ্হাব হোসেন সাব্বির।
মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয়ের আটজন নাফিজ হাসান রুমেল, মো. আলমগীর খান, মো.শহিদুল ইসলাম জয়, মাহফুজুল ইসলাম প্রান্ত, সাব্বির হোসেন ফয়সাল, মো. সম্রাট, মো. নাজমুল হক ও মো. সেলিম। সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে একজন মো. নাইম ইসলাম।
ইসলামপুর জে জে কে এম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছয়জন জান্নাতুল শুকরিয়া সেরা, হাজরা আক্তার হিরামনি, মোছা. সুলতানা পারভীন সুবর্ণা, তাসদিকা আনাম হৃদিকা, মোছা. তানিয়া আক্তার ও শারবানা তাহুরা মাইমুনা। ইসলামপুর উপজেলার ইসলামপুর মুক্ত স্কাউটস দলের দু’জন মো. আরামান আলী ও নুসরাত বিনতে নজরুল শ্রাবণী
সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের আটজন সুরভী রানী সাহা, শাজনীন আক্তার স্বজনী, প্রভা আক্তার, সাদিয়া আফরিন শিফা, অমিতা রানী কর্মকার, মারিয়া আক্তার মুক্তি, ফারজানা খানম ও খুশনুদ জাহান জেমী। সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আটজন মো. অন্তর শেখ, প্রত্যয় চক্রবর্তী, ফারহান আলমাস সান, মো. নিরব হাসান, মো. হৃদয় মিয়া, মো. পারভেজ হোসেন রাতুল, সিফাত-ই-নূর ও মো. সাজ্জাদ হোসেন সাকিব।
দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের একজন মো. আশিবুল ইসলাম নাঈম। দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ জন মো, এহসানুল হক আশিক, মনির হোসেন, মো. আরাফাত হোসেন, কাব্য দাস, মো. আবু রাইহান, মো. সাজিদুর রহমান অনন্ত, কামরুল হাসান, মো. শাওকাতুল ইসলাম শান্ত, সুমাইয়া আক্তার শিমু ও মো. সাইফুল ইসলাম। মিতালী উচ্চ বিদ্যালয় থেকে একজন মো. নাজমুল হক।
জামালপুর জিলা স্কুলের ইউনিট-১ থেকে তিনজন মো. আব্দুল্লাহ আল নাসিফ আসিফ, মো. শামীম মিয়া ও শাহরিয়ার সাঈদ।
জামালপুর জেলা থেকে শাপলা কাব স্কাউট অ্যাওয়ার্ড লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৭ জন কাব এর তালিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হলো: আজিজা রোজ বাড কলেজিয়েট স্কুলের মো. মুশফিকুর রহমান কাইয়ুম, মো. মুয়াইয়্যাদুল মুরছালিন ও সোহান। নলদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা. খুশি, জান্নাতুল মৌ, মোছা. সাইমা, তাসনিম বিনতে রাফি, মোছা. নাসরিন আক্তার ও মোছা. আলপনা। ইজারাপাড়া ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিজিৎ সরকার, বিশাল ও শিমুল।
মহাদান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নাঈম ও মো. হৃদয় আহাম্মেদ। মার্চেন্ট একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. রিয়াদুল ইসলাম রিফাত, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাঈদ আহম্মেদ ও মো. রায়হান সিফাত। রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. কনক মিয়া, মো. সাজ্জাদা হোসাইন ও মো. মুকসিদুর রহমান। লাঙ্গলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আল মোহাইমিন ইসলাম নিবিড়। করগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন আমিনা ঝলক, মোছা. নাঈমা পারভীন, মোছা. ফারজানা আক্তার ও মোছা. শাহিদা আক্তার। কামরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন ফারহান মাশুক, মুরশিদ মুসতাদির আদিব ও মো. শাওন হক।
শীতলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন মো. আল আমিন। চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়জন মো. আলিফ মাহমুদ, খাদিজা আক্তার খুশি, মো. রুবেল আহমেদ, সাইমা আক্তার রিয়া, মো. আরাফাত আলী ও তানজিনা আক্তার। জামালপুর জিলা স্কুল থেকে ২১ জন সরকার সাব্বির হাসান, নিয়াজ বাশার, সামিউল হোসেন আদিত্য, এস এম আল জুনায়েদ সাদি, এ এস এম মাশফিকুল হক, এ কে এম খালিদ হাসান, মো. হাসিবুল হোসেন, তাহসিন আহমেদ তানজিদ, তানজিম আহম্মেদ, মুস্তানছির বিল্লাহ তাহা, আবু তালহা, মো. মাহিবুর রহমান, ইরফান রাফি শাওন, ফিন্নাছ মাহফুজ অর্ক, মীর আহমেদ আহনাফ, তানভীর ইকরাম অথই, ফারহান মাহতাব প্লাবন, আব্দুল শাহিদ রাহাত, মো. মুনতাসির তাবিব, আবরার হোসেন আদর ও মো. শ্রাবণ।
বাংলাদেশ স্কাউটসের জামালপুর জেলা নেতা সাংবাদিক মো. আনোয়ার হোসেন ওড ব্যাজার বলেন, জাতীয় পর্যায়ে মূল্যায়নে অংশ নেওয়ার আগে আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ স্কাউট ও কাবদের নিয়ে জেলায় তিনদিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্পের আয়োজন করে তাদেরকে জাতীয় পর্যায়ে লড়ার জন্য তৈরি করা হবে।
বাংলাদেশ স্কাউটস জামালপুর জেলা শাখার সম্পাদক ও জামালপুর সদরের তুলসীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান চান এ প্রতিবেদককে বলেন, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ও শাপলা কাব স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে প্রতিটি স্কাউটস সদস্যদের মেধাবী ও কঠোর পরিশ্রমী হতে হয়। ২০১৬ সালে জামালপুর জেলার ১০ জন ছেলে-মেয়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এবং পাঁচজন শাপলা কাব স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে জামালপুর জেলার গৌরব বয়ে এনেছে। এবারও ২০১৭ সালের এ দুটি অ্যাওয়ার্ডের জন্য যারা আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে জাতীয় পর্যায়ে চূড়ান্ত মূল্যায়নে অংশ নেওয়ার জন্য তৈরি করা হবে। আশা করছি যে এবার জামালপুরের ছেলেমেয়েরা আরও ভালো করবে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!
