আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

পৌরাণিক প্রেম

প্রেমে কেন যে এত জ্বালা,
কেমনে পরাবো তোমার গলায় মালা।

প্রেম করলে আসবে বাধা,
কেমনে করিল প্রেম কৃষ্ণ আর রাধা।

রাধার প্রেমে কৃষ্ণ মগ্ন,
কৃষ্ণের প্রেমে রাধা ভগ্ন।

রাধা কৃষ্ণের প্রেমের খেলা,
শুনতে হলে যাবে বেলা।

কৃষ্ণ বলে রাধা রাধা,
রাধা বলে কৃষ্ণ,

রাধা কৃষ্ণের প্রেমের খেলা,
খেলছে সে যে বিষ্ণ।

শিরি ফরহাদ লাইলী মজনুর,
প্রেমে কেঁপেছে বিশ্ব,

রজকিনীর প্রেমে চন্ডীদাশ,
হয়েছে নিঃস্ব।


লেখক পরিচিতি:
কবি মো. ইউনুস আলী মিয়া
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর) জামালপুর।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

1 Comments

  1. অনেক ভালো লাগলো কবিতাটি। ধন্যবাদ।

    ReplyDelete
আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال